ক্ষুধার জ্বালায় খাদ্য সামগ্রীর দাবীতে সড়ক অবরোধ করেছে রংপুরের নিম্নআয়ের মানুষেরা।
রংপুর সিটি কর্পোরেশনের ১০,১১,১২নং ওয়ার্ডের পানবাজার সড়কে অবস্থান নিয়েছিল প্রায় কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক নারী-শিশু ও পুরুষ।
আদ্য দুপুর ১টায় রসিকের পানবাজার সড়কে ১০,১১ এবং ১২ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০০ শিশু- নারী এবং পুরুষ রাস্তায় উঠে আসে।
এ সময় তারা সড়কে গাছের গুড়ি ফেলে দর্রগারহাট থেকে শুরু করে পানবাজার সড়ক পর্যন্ত অবোরাধ গড়ে তোলে।
অবরােধকারীদর দাবি- তারা সবাই দিন আনা দিন খাওয়া মানুষ। কেউ হোকারি করেন কেউ রিকশা চালান আবার কেউ অন্য কাজ করেন।
গত ২৬শে মার্চের
পর থেকে তারা সরকারি নির্দেশনা মেনে ঘরে বন্ধি আছেন, কােন খাবার নেই ঘড়ে সন্তান-সন্ততি, স্বামী স্ত্রীকে নিয়ে তারা না খেয়ে জীবন যাপন করছেন।
আবার, সিটি কর্রপোরেশনের পক্ষ থেকে কিছু ত্রান দিলেও প্রতি এানের সিলিপে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে,অভিযোগ ভুক্তভোগীদের
এ অবস্থায় বিনাটাকায় খাদ্য সামগ্রী সরবরাহের দাবি তাদের। খবর পেয়ে সেখানে রংপুর মেট্রোপলিটন এর হাজিরহাট থানার পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে-সুজিয়ে ঘরে পাঠানাে চেষ্টা করেন ও পরিস্থিতি শান্ত করেন।
পুলিশ বিষয়টি মেয়র এবং জেলা প্রশাসনকে অবগত করেছেন বলে জানা গেছে।